সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-১৮ ১৫:১৪:৪১

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে বেড়েছে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন ভাটায় পড়ে রয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩২১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২২৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৯৭ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪৮টির, দর কমেছে ৫৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৭টির।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৫২ কোটি ১৩ লাখ টাকার। যা আগের দিন থেকে মাত্র ৩৭ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৩১৪ কোটি টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৭৮ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮১টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির দর। সিএসইতে আজ ১৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












