সিলেটের কালাগুল চা বাগানে পুলিশ ক্যাম্পে হামলা চালিয়েছে জুয়াড়িরা। তাদের জুয়ার আসর ভেঙ্গে দেয়ায় ক্ষিপ্ত হয়ে পুলিশ ক্যাম্পে হামলা চালায় তারা। বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ রাইজিংবিডিকে জানান, কালাগুলে জুয়াড়িদের তৎপরতা রয়েছে। শ্যামাপূজাকে কেন্দ্র করে বুধবার মধ্যরাতে চা বাগানে জুয়ার আসর বসায় জুয়াড়িরা। এসময় তাদের আস্তানায় হানা দিয়ে জুয়ার আসর ভেঙ্গে দেয় পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে জুয়াড়িরা চা বাগানস্থ পুলিশ ক্যাম্পে হামলা চালায়। এসময় পুলিশ ফাঁকা গুলি ছুঁড়লে তারা পালিয়ে যায়।
রহমত উল্লাহ আরো জানান, বৃহস্পতিবার সকালে জুয়াড়িদের প্রতিনিধিরা পুলিশ ক্যাম্পে এসে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে।