
পুঁজিবাজারের তালিকাভুক্ত আইপিডিসির প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ০১৯) সময়ের প্রতিদেন প্রকাশ করেছে। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় আগের তুলনায় অনেক বেড়েছে।
কোম্পানি সূত্র মতে, এ সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৭ পয়সা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩১ পয়সা। এ হিসেবে শেয়ার প্রতি আয় বেড়েছে ৩৬ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৫ টাকা ৯৫ পয়সা।