সপ্তাজুড়ে ডিএসইতে লেনদেন কমেছে ২৬.৩৪ শতাংশ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-২০ ১১:১১:০৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহের ৪ কার্যদিবসে ১ হাজার ২৩২ কোটি ৬২ লাখ ৪ হাজার ৪৭১ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৪৪০ কোটি ৮৭ লাখ ২১ হাজার ২৮৪ টাকা বা ২৬.৩৪ শতাংশ কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৭৩ কোটি ৪৯ লাখ ২৫ হাজার ৭৫৫ টাকার।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৩০৮ কোটি ১৫ লাখ ৫১ হাজার ১১৭ টাকা। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৩৩৪ কোটি ৬৯ লাখ ৮৫ হাজার ১৫১ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ২৬ কোটি ৫৪ লাখ ৩৪ হাজার ৩৪ টাকা কম হয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.৯৮ পয়েন্ট বা ০.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩২১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.৬১ পয়েন্ট বা ০.৪৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫.৪০ পয়েন্ট বা ০.২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২২৭ ও ১৮৯৭ পয়েন্টে।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে ৩৪৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭৬টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির শেয়ার ও ইউনিট দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে ৫২ কোটি ১০ লাখ ২৬ হাজার ৭৪৫ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৫৩ কোটি ৬৮ লাখ ২৩ হাজার ৩৪৩ টাকার। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১০১ কোটি ৫৭ লাখ ৯৬ হাজার ৫৯৮ টাকা বা ৬৬.০৯ শতাশ কমেছে।
বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট বা ০.২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৬৪ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৩১ পয়েন্ট বা ০.৩১ শতাংশ, সিএসই-৩০ সূচক ৪০ পয়েন্ট বা ০.২৭ শতাংশ এবং সিএসআই ৬ পয়েন্ট বা ০.৫৫ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯ হাজার ৮৪২, ১৪ হাজার ২৬৬ এবং ১ হাজার ৭৪ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ২৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাত বদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৭টির, দর কমেছে ১২৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩০টির।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












