সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফরচুন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-২০ ১৩:৫৫:০৯

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ১১ লাখ ৪ হাজার ২০০টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৭৬ কোটি ৪৮ লাখ ১ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা মুন্নু সিরামিকের ২৪ লাখ ৩৪ হাজার ৬৯৯ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৮ কোটি ৬৮ লাখ ৫৩ হাজার টাকা। আর বাংলাদেশ সাবমেরিন কেবল তালিকার তৃতীয় স্থানে থাকা ৩৯ লাখ ১৮ হাজার ৩৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৪ কোটি ৪২ লাখ ৬৫ হাজার টাকা।
তালিকার চতুর্থ স্থানে থাকা ইউনাইটেড পাওয়ারের ১৪ লাখ ৭২ হাজার ৫৯৮ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৭ কোটি ৯৬ লাখ ৮৫ হাজার টাকা।
এস্কয়ার নিট কম্পোজিট তালিকার পঞ্চম স্থানে রয়েছে । কোম্পানিটির ৫৭ লাখ ৪৭ হাজার ৩৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪ কোটি ৫৯ লাখ ১১ হাজার টাকা।
এছাড়াও লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, মুন্নু জুট স্ট্যাফলার্স, গ্রামীণ ফোন, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও ব্র্যাক ব্যাংক।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












