আসন্ন রমজানের আগেই বাজার মনিটরিং করার দাবি: এনডিএফ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-২০ ১৫:১৩:০১


পবিত্র রমজান মাসকে সামনে রেখে প্রতি বছরই কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়িয়ে দেন। এতে নিম্ন ও মধ্য আয়ের মানুষ প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হন। এ বছর যেন তেমন না হয় সেজন্য রমজানের আগেই বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানায় এনডিএফ।

মানব বন্ধন থেকে এনডিএফ সভাপতি শেখ ছালাউদ্দিন ছালু বলেন, আসন্ন রমজানে গরিব, অসহায় মানুষ যাতে নির্বিঘ্নে রোজা রাখতে পারেন সেজন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পণ্য বিতরণের ব্যবস্থা করতে হবে। রমজানের আগে টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) মাধ্যমে পণ্য বিক্রি বাড়াতে হবে।

তিনি বলেন, রমজান আসা মানে কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। এতে নিত্যপণ্যের দাম নিম্ন ও মধ্য আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। বিষয়টি মাথায় রেখে আসন্ন রমজানের আগেই বাজার মনিটরিং জোরদার করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন এনডিএফ’র মহাসচিব মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মন্ডল, প্রেসিডিয়াম সদস্য খালেকুজ্জামান দুদু, শেখ আবুল কালাম, মো. আনিসুর রহমান প্রমুখ।