ডিএসইতে সূচকের নামমাত্র উত্থান, কমেছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-২১ ১৫:২৬:০৮


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নামমাত্র উত্থানে লেনদেন শেষ। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩২৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৩১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৯২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৪৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, দর কমেছে ১৪২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬০টির।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৫১ কোটি ৮৪ লাখ টাকার। যা আগের দিন থেকে ২৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৩৫২ কোটি ১৩ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৬৯ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৩টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর। সিএসইতে আজ ৪৮ কোটি ৯১ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস