রমজানকে সামনে রেখে পণ্যের দাম বৃদ্ধিতে উদ্ধিগ্ন চট্রগ্রামবাসী

:: প্রকাশ: ২০১৯-০৪-২১ ১৯:৩২:০০


রামজানকে সামনে রেখে দ্রব্যমূল্য বৃদ্ধি এটি নতুন কিছু নয়। তবে এ বছর নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই বাণিজ্যমন্ত্রী বলে আসছিলেন রমজানের আগে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বাড়বে না। কোনো ব্যবসয়ী যদি এই কাজ করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারিও দিয়েছেন তিনি। তবে বাস্তবে ঘটছে তার উল্টো।  রমজানের বাকী প্রায় আরও প্রায় দুই সপ্তাহ। এখন থেকেই বাড়ছে মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম।

বাজার গিয়ে পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন  চট্টগ্রামবাসী। চট্টগ্রামে কাঁচাবাজার ঘুরে দেখা গেছে সবজি,মাছসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামের ঊর্ধ্বমুখী ভাব। রমজানের আগে এভাবে দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা।

আজ (রোববার) নগরের চকবাজার কাঁচাবাজার,কাজীর দেউড়ী কাঁচাবাজার , পাহাড়তলী কাঁচাবাজার এবং রিয়াজউদ্দিন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে যে, মাছ, সবজির দামের মধ্যে তারতম্য রয়েছে। কোন কোন বাজারে দাম বেশি আবার কিছু বাজারে দাম খানিকটা কম। নগরীর কাজীর দেউড়ী কাঁচাবাজারে গিয়ে দেখা গিয়েছে, মাছের দাম রুই মাছ কেজি প্রতি ৪০০ টাকা, কাতাল ৪৫০ থেকে ৫০০ টাকা, চিংড়ি ৫০০ থেকে ১ হাজার টাকা, রুপচাঁদা মাছ ৫০০ থেকে ৬০০ টাকা, ইলিশ ১ হাজার ১০০ টাকা। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা, দেশি মুরগি ৪০০ থেকে ৪৫০ টাকা।

রিয়াজউদ্দিন বাজারে দেখা গিয়েছে, করলা ৬০ টাকায়, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি, বেগুন ৩০ থেকে ৪০ টাকা কেজি, কাঁচা মরিচ ৮০ টাকায় প্রতি কেজি বরবটি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়, বেগুন ৩০ থেকে ৪০ টাকা কেজি, কাঁচা মরিচ ৮০ টাকা।

বাড়ছে গরুর মাংসের দামও। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে বাজারভেদে ৫০০-৫৫০ টাকা পর্যন্ত দামে। নগরীর চকবাজার কাঁচাবাজারে গিয়ে দেখা গিয়েছে, রুই মাছ ২৮০ টাকা থেকে ৩৫০ টাকা, কাতাল ৩৫০ থেকে ৪০০ টাকা, চিংড়ি ৫০০ থেকে ৬০০ টাকা, রুপচাঁদা মাছ ৫০০ থেকে ৬০০ টাকা। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা, দেশি মুরগি ৩৮০ থেকে ৪২০ টাকা। নগরীর বিভিন্ন কাঁচাবাজারে মাছ এবং সবজির দামের মধ্যে ভিন্নতার কারনে সাধারণ ক্রেতারা দ্বিধাগ্রস্থ হয়ে পড়েছেন।

রিয়াজউদ্দিন বাজারের কাঁচাবাজার বিক্রেতা রফিক বলেন, সবজির দাম বৃদ্ধি পেয়েছে এবং আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মাছ এবং মুরগীর দাম বেশ কিছুদিন আগে বেড়েছে। নগরীর কাজীর দেউড়ী কাঁচাবাজারে আসা গৃহিনী খাদিজা বেগম বলেন, পণ্যের দাম মূল্য নাগালের মধ্যে রাখা উচিত , না হলে সাধারণ ক্রেতারা ভুক্তভোগী হবে।