বৈঠকের আলোচনা লিখিত আকারে অর্থমন্ত্রণালয়ে যাচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০৪-২৩ ০৭:৫৫:৩৯


পুঁজিবাজারের ধারাবাহিক দরপতনকে কেন্দ্র করে কমিশনের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন বৈঠক-সংক্রান্ত প্রায় দুই সপ্তাহের বিদেশ সফর শেষে শবেবরাতের ছুটির দিনেই পুঁজিবাজারের স্বর্থে  বৈঠকে বসেন অর্থমন্ত্রী। বৈঠকে উপিস্থত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, কমিশনার হেলাল উদ্দিন নিজামী, স্বপন কুমার বালাসহ কমিশনের উর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, পুঁজিবাজার ভালো অবস্থানে আছে। বিশ্বের সব দেশেই এমন সূচকের উঠা-নামা থাকে। বাংলাদেশ এর বাহিরে নয়। তবে পুঁজিবাজার খারাপ অবস্থানে নেই।

তিনি যাওয়ার পর বৈঠকে উপিস্থত থাকা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম  বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনকে বলেন, বৈঠকে যা আলোচনা হয়েছে আগামীকাল (মঙ্গলবার) লিখিত আকারে মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েন। সে অনুযায়ী আলোচনা মূল বিষয়গুলো আজ মন্ত্রণালয়ে পাঠাবে বিএসইসি।

বৈঠক শেষে বিএসইসির চেয়ারম্যান এম খাইরুল হোসেন সাংবাদিকদের বলেন, বাজারে আস্থার সংকট থাকা উচিত না। বাজারের অংশগ্রহণকারী হয়ে কেউ যদি আস্থার সংকটের কথা বলে থাকেন, তাহলে তিনি অন্যায় কাজ করেছেন। কারও পারসেপশন (ধারণা) দিয়ে বাজারকে প্রভাবিত করা উচিত না। এমন কিছু এখন ঘটেনি, যার জন্য আস্থার সংকট হবে।
বাজার নিয়ে যা-তা মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে খায়রুল হোসেন বলেন, যুক্তরাষ্ট্র, জাপান, ভারতেও সূচকের পতন হয়। কিন্তু সেসব দেশে কেউ বিক্ষোভ করে না।