বিকেলে ১৬ কোম্পানির বোর্ড সভা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-২৩ ১১:২৪:৪৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬ কোম্পানিরর লভ্যাংশ এবং প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ (২৩ এপ্রিল) অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, যেসব কোম্পানির লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত বোর্ড সভা করবে তাদের মধ্যে ইস্টাল্যান্ড ইন্স্যুরেন্সের বিকাল সাড়ে ৩টায় ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সেরর বোর্ড বিকাল সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে।

তৃতীয় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের মধ্যে বিবিএস কেবলসের বিকাল ৫টায়, ইস্টার্ন হাউজিংয়ের বিকাল সাড়ে ৩টায়, বিবিএস কেবসের বিকাল ৫টায়, এশিয়ান টাইগার সন্ধানী গ্রোথ ফান্ডের বিকাল ২.৪৫টায়, রিলায়েন্স ওয়ানের (দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ড) বিকাল ২.৩৫টায়, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের বিকাল ৩.১০টায়, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের বিকাল ৩.২০টায়, ওয়াইম্যাক্সের বিকাল সাড়ে ৩টায় ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বোর্ড সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

এছাড়া ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের বিকাল ২.৫৫টায় ও এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি সভা বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। এসব প্রতিষ্ঠান দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

আর এনসিবি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের বিকাল ৩.৪০টায়, আরএকে সিরামিকের বিকাল ৬টায় ও গ্রামীণফোনের বোর্ড সভা বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। এসব কোম্পানি বোর্ড সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

সান বিডি/এসকেএস