ইপিএস বেড়েছে বিবিএস ক্যাবলসের

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৪-২৩ ১৯:০৮:২০


পুঁজিবাজারের তালিকাভুক্ত বিবিএস ক্যাবলস লিমিটেড তৃতীয় প্রান্তিক (জানুয়ারি–মার্চ,১৯) সময়ের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) আগের তুলনায় বেড়েছে।

কোম্পানি সূত্র মতে, এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে  ২ টাকা ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে এর পরিমাণ ছিলো ২ টাকা ৩১ পয়সা।

আর গত ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ২ পয়সা। আগের বছর একই সময়ে এর পরিমাণ ছিলো ৫ টাকা ৮৪ পয়সা।

গত ৯ মাসে কোম্পানিটি মুনাফা করেছে ১২৭ কোটি ২৯ লাখ টাকা। গত বছর এই মুনাফা ছিলো ৮০ কোটি ৬৫ লাখ টাকা।