
পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৪ প্রতিষ্ঠানের লভ্যাংশ এবং প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ বিকেলে অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, যেসব কোম্পানির লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত বোর্ড সভা করবে তাদের মধ্যে ইসলামী ব্যাংকের বিকাল ৩টায়, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের বিকাল সাড়ে ৪টায়, আল আরাফাহ ইসলামী ব্যাংকের বিকাল বিকাল ২.৩৫টায়, ফনিক্স ইন্স্যুরেন্সের বিকাল ৪টায় এবং শাহজালাল ইসলামী ব্যাংকের বোর্ড সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। এসব কোম্পানির বোর্ড সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের মধ্যে পেনিনসুলার বিকাল সাড়ে ৩টায়, এএফসি এগ্রো বায়োটেকের বিকাল ৪টায়, একটিভ ফাইনের বিকাল ৩টায়, বিবিএসের বিকাল সাড়ে ৪টায়, সিভিওর বিকাল ৩টায়, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের বিকাল ৩টায়, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের বিকাল ৩টায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিকাল ৩টায় এবং ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ট্রাস্টি সভা বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। এসব প্রতিষ্ঠানের বোর্ড ও ট্রাস্টি সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য তা প্রকাশ করা হবে।
সান বিডি/এসকেএস