২মে শুরু হচ্ছে ১২তম মেডিটেক্স এক্সপো বাংলাদেশ : সেমস
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০৪-২৪ ১৫:৩৪:৩০

২মে থেকে শুরু হতে যাচ্ছে “১২তম মেডিটেক্স বাংলাদেশ ২০১৯” ।
আজ বুধবার রাজধানীর ইআরএফ সম্মেলন কক্ষে ‘মিট দ্যা প্রেস” সাংবাদিকদেরকে এমন তথ্য দেন সিএমএস এর গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম ।
মেহেরুন বলেন, এটি দক্ষিন এশিয়ার চিকিৎসা , ক্লিনিক্যাল ও স্বাস্থ্য সেবা শিল্পের অন্যতম বৃহত্তম প্রদর্শনী । আগামী ০২-০৪মে ২০১৯ তারিখে ইন্টারন্যশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিবি), কুড়িল, ঢাকায় তিন দিন ব্যাপি এই আন্তর্জাতিক প্রদর্শণী অনুষ্টিত হবে ।
এসব প্রদর্শনীতে স্বাগতিক বাংলাদেশসহ ভারত, থাইল্যান্ড, চীন, কোরিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া, সুইডেন, জার্মানি, ডেনমার্ক, যুক্তরাজ্য, তাইওয়াম, তুরস্ক, প্রভুতি দেশের প্রায় ১২০ টি প্রতিষ্ঠান ২৮০টি স্টল নিয়ে অংশগ্রহণ কেরছে ।স্বাস্থ্য খাতের বৃহৎ এ প্রদর্শনীতে থাকবে মেডিকেল, সার্জিকেল, হেলথকেয়ার, ক্লিনিক্যাল ল্যাব ইকুইপমেন্ট, ডেন্টাল ও ডায়াগনস্টিক সরঞ্জাম এবং ফার্মাসিটিাক্যালস ইকুইপমেন্টর বিশাল সমাহার ।
তিনি বলেন, ১৮ কোটি মানুষের দেশ বাংলাদেশ, সেই সাথে এটি বিশ্বের ৮ম জনবহুল দেশ । সম্প্রতি স্বাস্থ্য খাতে অগ্রগতির জন্য দেশটি বেশ প্রশংসা কুরিয়েছে ।২০৩২ সালের মধ্যে স্বাস্থ্য সেবা নাগরিকের দৌরগোরায় পৌঁছে দিতে সেমস কাজ করছে ।
তিনি আরও বলেন, সেমস গ্লোবাল ১৯৯২ সালে প্রতিষ্ঠারি পর থেকে বিগত ২৭ বছরেরও বেশি সময়ধরে দক্ষিণ এরং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বহুজাতিক প্রদর্শনী আয়োজক প্রতিষ্ঠানা হিসেবে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । বর্তমানে স্ংস্থাটি বিশ্বের ৭টি দেশে সেমস ইউএস, চায়না, ইন্ডিয়া, বাংলাদেশসহ বহু দেশে ও ৪ টি মহাদেশে প্রদর্শনীর কাজ চালিয়ে আসছে ।
অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন সেমস এর সিনিয়র কর্মকর্তাবৃন্দ ।
সানবিডি/এমএফইউ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












