ইউনাইটেড ফাইন্যান্সের লভ্যাংশে অসন্তোষ শেয়ারহোল্ডাররা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-২৪ ১৪:৫৭:৪৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স শেষ অর্থবছরে যে লভ্যাংশ দিয়েছে তাতে অসন্তোষ প্রকাশ করেছেন শেয়ারহোল্ডাররা।

বুধবার (২৪ এপ্রিল) রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে কোম্পানিটির ৩০তম বার্ষিক সাধারন সভায় (এজিএম) এ অসন্তোষ প্রখাশ করেন কোম্পানির শেয়ারহোল্ডাররা।

শেয়ারহোল্ডাররা বলেন, আর্থিক খাতের কোম্পানিগুলোর মধ্যে একটি অন্যতম মাল্টিন্যাশনাল কোম্পানি হচ্ছে ইউনাইটেড ফাইন্যান্স। যারা এর আগের অর্থবছর ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এবার ঘোষণা করা হয়েছে ১০ শতাংশ, যা আগের তুলনায় ৫ শতাংশ কম। এভাবে চলতে থাকলে সামনে তো নো ডিভিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে। একটি ভাল কোম্পানির কাছ থেকে শেয়ারহোল্ডাররা এর থেকেও ভাল লভ্যাংশ প্রত্যাশা করে।

সান বিডি/এসকেএস