ঘরোয়া ক্রিকেটের তারকা ব্যাটসম্যান লিটন কুমার দাসকে ‘পর্যাপ্ত সুযোগ’ দেয়ার পক্ষে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার তিনি বলেন, ‘একজনকে দলে এনেই আমরা সরিয়ে দিতে চাই না।’
লিটনকে সুযোগ দেয়া দলের জন্য একটা বার্তা বলে মনে করেন মাশরাফি, ‘বার্তাটা শুধু লিটন বা অন্য কাউকে ব্যক্তিগত ভাবে দেওয়া হয়নি। এটা আসলে একটা কালচার গড়ে তোলার ব্যাপার। আমরা টেস্ট ক্রিকেটে এখনও স্ট্রাগল করছি কি জন্য…১৫ বছরে অনেক ক্রিকেটার খেলে ফেলেছে।। আপনারাও অনেকে হয়ত মনে করতে পারবেন না অনেকের নাম। সময় লাগবে মনে করতে। কাউকে দলে এনে আবার সরিয়ে ফেলছেন, তার প্রতি পুরো জাস্টিস হয় না। একটা কালচার আমরা চাই যে একজন ক্রিকেটারকে দলে আনা হলে যথেষ্ট সুযোগ যেন দেওয়া হয়। এক্ষেত্রে সবার ক্ষেত্রেই এই নিয়ম থাকবে আশা করি।’
লিটন এ পর্যন্ত ওয়ানডে খেলেছেন নয়টি। অর্ধশতক নেই একটিও। সর্বোচ্চ স্কোর ৩৫। দুটি টি-টোয়েন্টিতেও তেমন কিছু করতে পারেননি। মোট রান ৩৫। সর্বোচ্চ ২২।
শুক্রবার বিকেল পাঁচটায় দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে দুই দল। ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ।
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘সাকিব থাকলে তৃতীয় ওয়ানডেতে হয়তো আমি বিশ্রাম নিতাম। কিন্তু ও না থাকায় ঝুঁকিটা নেইনি।’
টি-টোয়েন্টিতেও মাঠে নামবেন বলে জানান অধিনায়ক।
সামনে বিশ্বকাপ, এশিয়া কাপ। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলার আগে সবার মাথায় বিষয়টি থাকবে জানিয়ে মাশরাফি বলেন, ‘আমরা বিশ্বকাপের কথা মাথায় রেখেই দল সাজাবো। টিমের টপ অর্ডার ফর্মে আছেন। সৌম্যর যায়গায় ইমরুলও প্রত্যাশা পূরণ করেছে। বিষয়টা আমাদের জন্য পজেটিভ।’
সানবিডি/ঢাকা/রাআ