তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৪-২৪ ১৯:০৪:২০


পুঁজিবাজারের তালিকাভুক্ত তিনটি কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা িকরেছে।  ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো-আল-আরাফা ইসলামি ব্যাংক,ফিনিক্স ইন্স্যুরেন্স এবং পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেড।

আল-আরাফা ইসলামি ব্যাংক : কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ২ শতাংশ বোনাস লভ্যাংশ।

কোম্পানি সূত্রে মতে,আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৫ পয়সা।কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২০ টাকা ৮০ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ জুন অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৯ মে নির্ধারণ করা হয়েছে।

ফিনিক্স ইন্স্যুরেন্স: শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

কোম্পানি সূত্রে মতে,আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৬ পয়সা। কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৩৭ টাকা ১ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ জুন অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২০ মে নির্ধারণ করা হয়েছে।

পাইওনিয়র ইন্স্যুরেন্স:

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।