
পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৯ প্রতিষ্ঠানের লভ্যাংশ এবং প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ বিকেলে অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, যেসব কোম্পানির লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত বোর্ড সভা করবে তাদের মধ্যে বাটা সু’র বিকাল ২.৩৫টায়, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের বিকাল ৩টায়, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের বিকাল সাড়ে ৩টায়, কর্ণফুলি ইন্স্যুরেন্সের বিকাল সাড়ে ৪টায়, স্ট্যান্ডার্ড ব্যাংকের বিকাল ৩টায় ও এক্সিম ব্যাংকের বোর্ড সভা বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। এসব কোম্পানির বোর্ড সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের মধ্যে বাংলাদেশ সাবমেরিন কেবলের বিকাল সাড়ে ৩টায়, ডেল্টা স্পিনার্সের বিকাল সাড়ে ৩টায়, এএমসিএলের (প্রাণ) বিকাল সাড়ে ৩টায়, রংপুর ফাউন্ড্রির বিকাল ৪টায়, বিএসআরএম লিমিটেডের বিকাল ৫টায়, বিএসআরএম স্টিলের বিকাল ৪টায়, কনফিডেন্স সিমেন্টের বিকাল ৩টায়, এসিআইয়ের বিকাল পৌনে ৪টায়, এসিআই ফর্মূলেশনের বিকাল পৌনে ৩টায়, রেনেটার বিকাল ৩টায়, মোজাফফর হোসাইন স্পিনিং মিলসের বিকাল ৩টায়, শাহজিবাজার পাওয়ারের বিকাল ৪টায় এবং ডেসকোর বোর্ড সভা বিকাল ৬টায় অনুষ্ঠিত হবে। এসব প্রতিষ্ঠানের বোর্ড ও ট্রাস্টি সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য তা প্রকাশ করা হবে।
সান বিডি/এসকেএস