বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-২৫ ১১:৪০:৪১

আগামী মাস থেকে ইংল্যান্ড-ওয়েলসের মাটিতে শুরু হতে চলা বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ। নবনিযুক্ত কোচ ও নির্বাচক কমিটি জেসন হোল্ডারের নেতৃত্বাধীন ১৫ সদস্যের দল ঘোষণা করে। বিশ্বকাপগামী স্কোয়াডে জায়গা হলো না অল-রাউন্ডার কায়রন পোলার্ড, ডোয়েন ব্র্যাভো কিংবা স্পিনার সুনীল নারিনের।
তবে প্রত্যাশামতো দলে জায়গা পেয়েছেন বিগ হিটার ক্রিস গেইল। বছরের শুরুতে ইংল্যান্ড সিরিজে দু’টি শতরান ও দু’টি অর্ধশতরানের পর তাকে নিয়ে ভাবনার কোনো অবকাশই ছিল না। অন্যদিকে বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে না থাকলেও নাইট রাইডার্সের হয়ে চলতি আইপিএলে সাড়া জাগানো আন্দ্রে রাসেলও ক্যারিবিয়ানদের বিশ্বকাপগামী বিমানে উঠবেন।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড :
জেসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স, কার্লোস ব্রাথওয়েট, ক্রিস গেইল, ডারেন ব্র্যাভো, এভিন লুইস, ফ্যাবিয়ান অ্যালেন, কেমার রচ, নিকোলাস পুরান, ওশানে থমাস, শাই হোপ, শ্যানন গ্যাব্রিয়েল, শেলডন কোটরেল ও শিমরন হেটমেয়ার।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












