এক নজরে ১১ কোম্পানির প্রান্তিক প্রতিবেদন

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৫-১৭ ১৪:০৪:২৫


পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি (জানুয়ারি–মার্চ,১৯) তিন মাসের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।  সাবমেরিন ক্যাবল , রংপুর ফাউন্ড্রি, এএমসিএল প্রাণ, শাহজিবাজার পাওয়ার, এসিআই, এসিআই ফর্মুলেশন, মোজাফফর হোসেন স্পিনিং, ডেল্টা স্পিনার্স, কনফিডেন্স সিমেন্ট, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল মিলস লিমিটেড।

কোম্পানিগুলো

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল:

কোম্পানি সূত্রে মতে , তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৮ পয়সা।

এদিকে, নয় মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৪৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৪ পয়সা।

রংপুর ফাউন্ড্রি:

কোম্পানি সূত্রে মতে, তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৮৯ টাকা।

এদিকে, নয় মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩.০৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩.০৪ টাকা।

এএমসিএল প্রাণ:

কোম্পানি সূত্রে মতে, এএমসিএল প্রাণের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৩ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) সময়ে এই মুনাফা কমেছে।

কোম্পানির ৯ মাসের আর্থিক হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫.৭৯ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৫.৯৬ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০.১৭ টাকা বা ৩ শতাংশ।

শাহজিবাজার পাওয়ার:

কোম্পানি সূত্রে মতে ,তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৩৫ পয়সা।

এদিকে, নয় মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৫৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩ টাকা ৭৫ পয়সা।

এসিআই:

পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেডের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ’১৯) শেষে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে । কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৯ মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) কোম্পানির কোম্পানির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫ টাকা ৮১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিলো ৮ টাকা ৬৪ পয়সা।

আর ৩ মাসে প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৬ টাকা ২৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিলো ৯৩ পয়সা।

এসিআই ফর্মুলেশন:

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় আগের তুলনায় বেড়েছে।

কোম্পানি সূত্রে মতে, তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৮১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৪৭ টাকা।

এদিকে, নয় মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) কোম্পানিটির সম্বনিত ইপিএস হয়েছে ৩.০৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২.৭৪ টাকা।

এছাড়া কোম্পানির শেয়ার প্রতি সম্বনিত নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৪.৯৮ টাকা এবং শেয়ার প্রতি সম্বনিত নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১২.৯৮ টাকা।

মোজাফফর হোসেন স্পিনিং:

কোম্পানি সূত্রে মতে, তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.১৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.১২ টাকা।

এদিকে, নয় মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৪৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.৬২ টাকা।

এছাড়া কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬.০৮ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএ) হয়েছে ২.৯৫ টাকা।

ডেল্টা স্পিনার্স:

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় আগের তুলনায় বেড়েছে।

কোম্পানি সূত্রে মতে , তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ০.০৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.০৬ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস বেড়েছে ০.০১ টাকা।

এদিকে, নয় মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) কোম্পানিটির সম্বনিত ইপিএস হয়েছে ০.২০ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.১৭ টাকা।

এছাড়া কোম্পানির শেয়ার প্রতি সম্বনিত নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩.৫৬ টাকা এবং শেয়ার প্রতি সম্বনিত নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএ) হয়েছে ০.১৪ টাকা

কনফিডেন্স সিমেন্ট:

কোম্পানি সূত্রে মতে, তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা ১০ পয়সা।

এদিকে, নয় মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৪৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫ টাকা ৯ পয়সা।

বিএসআরএম লিমিটেড:

কোম্পানি সূত্রে মতে , তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩ টাকা ৩৪ পয়সা।

এদিকে, নয় মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৪৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫ টাকা ৭৪ পয়সা।

বিএসআরএম স্টিল মিলস:

কোম্পানি সূত্রে মতে, তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৩২ পয়সা।

এদিকে, নয় মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ১১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা ৮৯ পয়সা।