১১ কোম্পানির বোর্ড সভা বিকেলে
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-২৭ ০৯:৪২:৪০

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১ প্রতিষ্ঠানের লভ্যাংশ এবং প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা শনিবার বিকেলে অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, যেসব কোম্পানির লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত বোর্ড সভা করবে তাদের মধ্যে অগ্রণী ইন্স্যুরেন্সের বেলা সাড়ে ১১টায়, সোনারবাংলা ইন্স্যুরেন্সের বিকাল ৩টায় এবং নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। এসব কোম্পানির বোর্ড সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের মধ্যে নাহি অ্যালুমিনিয়ামের বিকাল ৫টায়, ড্রাগন সোয়েটারের দুপুর ১টায়, ন্যাশনাল টির বিকাল সাড়ে ৩টায়, ন্যাশনাল পলিমারের বিকাল ৪টায়, জুট স্পিনার্সের বেলা ১১টায়, অলটেক্সের বিকাল ৩টায়, বিকন ফার্মার বিকাল সাড়ে ৩টায় এবং হাক্কানি পাল্পের বোর্ড সভা বিকাল ২.৩০টায়, অনুষ্ঠিত হবে। এসব প্রতিষ্ঠানের বোর্ড সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য তা প্রকাশ করা হবে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













