টানা দরপতনের পর অবশেষে ঘুরে দাঁড়াল পুঁজিবাজার। সপ্তাহের শেষ দিনে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন হওয়া শেয়ারের দর। দেশের দুই পুঁজিবাজারেই এ চিত্র দেখা গেছে।
বৃহস্পতিবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স অবস্থান দাঁড়িয়েছে ৪ হাজার ৪৩৩ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ৬২ পয়েন্ট বেশি। একইভাবে শরীয়া সূচক ডিএসইএস ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৭ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসইতে মোট ৩০৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪৯ কোটি টাকা বেশি। এ বাজারে লেনদেন হওয়া ৩১৩টি প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে ২২৮টির দর বেড়েছে, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত আছে ৩১টির।
একইদিন অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিনশেষে সিএসসিএক্স সূচকের অবস্থান ১১৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৪৮ পয়েন্টে ঠেকেছে। এছাড়া সিএসই ৫০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ৯৯২ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১৬৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৮৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৫৮ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে ৯৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে ২০ কোটি ৪৪ লাখ টাকা মূল্যের মোট ২২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ৫০টির আর অপরিবর্তিত আছে ২০টি কোম্পানির শেয়ার দর।
প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরু থেকেই পুঁজিবাজারে মন্দাভাব বিরাজ করছিল। গত সপ্তাহের শেষ দিকেও একই প্রবণতা দেখা গিয়েছিল। অবশেষে টানা ছয় দিন দর পতনের পর পুঁজিবাজারে চাঙ্গাভাব ফিরে এল।
সানবিডি/ঢাকা/রাআ