সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে স্ট্যান্ডার্ড সিরামিক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-২৭ ১৫:১৩:০৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৬ দশমিক ৩৫ শতাংশ। কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ১৫ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বঙ্গজ লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১৭ দশমিক ৯১ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১০ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার।
তালিকার তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ১২ দশমিক ২৩ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২ কোটি ২ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৮ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেনেক্স ইনফোসিস, ড্যাফোডিল কম্পিউটার্স, আজিজ পাইপস, ফরচুন সুজ, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ও ফাইন ফুডস লিমিটেড।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












