
পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্টের সহযোগী কোম্পানি কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লিমিটেড কনফিডেন্স পাওয়ার বগুড়া ইউনিট-২ এর বাণিজ্যিক অপারেশন শুরু হয়েছে। গত ৩০ মার্চ পাওয়ার প্লান্টটি উৎপাদন শুরু করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কনফিডেন্স সিমেন্টের সহযোগী কোম্পানি কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লিমিটেড কনফিডেন্স পাওয়ার বগুড়া ইউনিট-২ এর ৯৯% মালিক।কনফিডেন্স সিমেন্টে ৪১% মালিকানা রয়েছে কনফিডেন্স পাওয়ার বগুড়া ইউনিট-২ এর।
জার্মানি থেকে এইচএফও ভিত্তিক ১১৩ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পাওয়ার প্লান্টটি ম্যান ডিজেল ও টুর্বো এসই সরবরাহ করে যাচ্ছে। কোম্পানিটি উৎপাদিত পুরো বিদ্যুৎ বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের কাছে বিক্রি করে।
প্রসঙ্গত, তৃতীয় প্রান্তিকে কনফিডেন্স সিমেন্টর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা ১০ পয়সা।
এদিকে, নয় মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৪৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫ টাকা ৯ পয়সা।
সান বিডি/এসকেএস