
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার ঘটনার পর আয়ারলান্ডের কাছে নিরাপত্তা পরিকল্পনা চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিছুটা দেরিতে হলেও এ ব্যাপারে ক্রিকেট আয়ারল্যান্ড বিসিবিকে আশ্বস্ত করেছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস গণমাধ্যমকে জানান, ‘আমরা তাদের কাছে নিরাপত্তা পরিকল্পনা চেয়েছিলাম। সেই হিসেবে তারা আমাদের প্রত্যাশা মতোই ভালো একটি নিরাপত্তা পরিকল্পনা দিয়েছে। টিম হোটেল থেকে ভেন্যু এবং ভেন্যু থেকে টিম হোটেলে যাওয়া পর্যন্ত বাংলাদেশের সঙ্গে সশস্ত্র পুলিশ থাকবে।
দলের সঙ্গে সার্বক্ষণিকভাবে থাকা নিরাপত্তা কর্মকর্তারা কোন হুমকি থাকলে স্থানীয় পুলিশের সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন। সব মিলিয়ে তাদের নিরাপত্তা পরিকল্পনায় আমরা সন্তুষ্ট।’
উল্লেখ্য, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে আগামী ১মে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে পৌঁছানোর পর ৫মে আয়ারল্যান্ড উলভসের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তারপরই ৭ মে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজের পর্দা
উঠবে।