সূচকের সাথে কমেছে লেনদেনও
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-২৮ ১৫:২৭:২৯

সপ্তাহের প্রথম কার্যদিবস বোরবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। টাকার পরিমাণে লেনদেনও আগের দিন থেকে কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষ ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫২৩৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১২০৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৫৫ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টির, দর কমেছে ২০৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪১টির।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৪৪ কোটি ২৫ লাখ টাকার। যা আগের দিন থেকে ৩৮ কোটি টাকা কমেছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৮২ কোটি টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫২ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৪টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দর। সিএসইতে আজ ১৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












