সহযোগী কোম্পানি করবে ইবনে সিনা

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৪-২৮ ১৯:৩১:৩৬


পুঁজিবাজারের তালিকাভুক্ত  ইবনে সিনা ফার্মাসিউক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ নতুন সহযোগী কোম্পানি করার সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার কোম্পানিটির ২৬৪তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে,  ঔষধের প্রয়োজনীয় কাঁচামাল তৈরী ও বাজার জাত করার জন্য একটি সহযোগী কোম্পানি করা হবে। মুন্সীগঞ্জের বিএসসিআইসি এপিআই ইন্ডাস্ট্রিয়াল পার্কে এপিআই কারখানা করা হবে। সহযোগী এ কোম্পানিটির নাম হবে ইবনে সিনা এপিআই ইন্ডাস্ট্রি লিমিটেড। বর্তমান সরকার ঔষধের কাচামাল অর্থাৎ একটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) ব্যবসায় ভাল সুযোগ সুবিধা দিচ্ছে। আর দেশ ও বিশ্বব্যাপি এর চাহিদার কারণে কোম্পানিটি এই ব্যবসায় বিনিয়োগ করবে বলে জানায়।

এদিকে কোম্পানিটি তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ,১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৯ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৫৫ পয়সা।

৯ মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) কোম্পানির ইপিএস হয়েছে ৭ টাকা ৯৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬ টাকা ৯৬ পয়সা। কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪৪ টাকা ৫৫ পয়সা।