৭০ কোম্পানির বোর্ড সভা বিকেলে
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-২৯ ১০:৪২:৫৭

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭০ প্রতিষ্ঠানের লভ্যাংশ এবং প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা বিকেলে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এসব কোম্পানির মধ্যে ৯টি লভ্যাংশ সংক্রান্ত, ৫৯টি তৃতীয় প্রান্তিক প্রকাশ সংক্রান্ত এবং ২টি কোম্পানি প্রথম প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত বোর্ড সভা করবে।
জানা গেছে, যেসব কোম্পানির লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত বোর্ড সভা করবে তাদের মধ্যে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের বিকাল ৩টায়, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বিকাল ৩টায়, ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের বিকাল ৩টায়, প্রভাতী ইন্স্যুরেন্সের বিকাল সাড়ে ৩টায়, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বিকাল ৪টায়, আনলিমা ইয়ার্নের বিকাল সাড়ে ৩টায়, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের বিকাল সাড়ে ৩টায়, আইএফআইসি ব্যাংকের বিকাল ৫টায় এবং রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। এসব কোম্পানির বোর্ড সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের মধ্যে সোনারগাঁও টেক্সটাইলের বিকাল ৩টায়, সিলভা ফার্মার বিকাল ৪টায়, অলিম্পিকের বিকাল ৩টায়, মেঘনা পেটের বিকাল ৩টায়, মেঘনা মিল্কের বিকাল ২.৩৫টায়, জিপিএইচ ইস্পাতের বিকাল পৌনে ৩টায়, পাওয়ার গ্রীডের সন্ধ্যা পৌনে ৭টায়, গ্লোবাল হেভি কেমিক্যালের বিকাল ৩টায়, আনোয়ার গ্যালভানাইজিংয়ের বিকাল সাড়ে ৩টায়, উসমানিয়া গ্লাসের বিকাল ৫টায়, স্টাইলক্রাফটের বিকাল ৪টায়, মতিন স্পিনিংয়ের বিকাল ৩টায়, জেএমআই সিরিঞ্জের বিকাল ৫টায়, ন্যাশনাল ফিড মিলসের বিকাল সাড়ে ৩টায়, ইস্টার্ন লুব্রিকেন্টসের বিকাল ২.৩০টায়, পদ্মা অয়েলের বিকাল ৪টায়, ম্যারিকোর সন্ধ্যা ৭টায়, ন্যাশনাল টিউবসের বিকাল ৫টায়, নূরানী ডাইংয়ের বিকাল ৩টায়, প্যারামাউন্ট টেক্সটাইলের বিকাল ৫টায়, এপেক্স ফুটওয়্যারের বিকাল সাড়ে ৩টায়, স্কয়ার ফার্মার বিকাল ৩টায়, স্কয়ার টেক্সটাইলের বিকাল ৪টায়, জেনারেশন নেক্সটের বিকাল ৩টায়, সিনোবাংলার বিকাল সাড়ে ৩টায়, যমুনা অয়েলের বিকাল ৩টায়, মেঘনা পেট্রোলিয়ামের বিকাল ৪টায়, সাইফ পাওয়ারটেকের বিকাল ৩টায়, ড্যাফোডিল কম্পিউটার্সের বিকাল সাড়ে ৩টায়, সিমটেক্সর বিকাল সাড়ে ৪টায়, আরএন স্পিনিংয়ের বিকাল সাড়ে ৩টায়, আইসিবির বিকাল ২.৩৫টায়, আইটি কনসালটেন্টসের বিকাল ৩টা, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের বিকাল ৫টায়, আলিফ ইন্ডাস্ট্রিজের বিকাল সাড়ে ৪টায়, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকের বিকাল ৪টায়, লিবরা ইনফিউশনের বিকাল ৪টায়, এমজেএল বিডির বিকাল ৬টায়, দেশবন্ধু পলিমারের বিকাল ৩টায়, নাভানা সিএনজির বিকাল ৪টায়, আফতাব অটোমোবাইলের বিকাল ৩টায়, ইস্টার্ন কেবলসের বিকাল ৫টায়, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের বিকাল ৫টায়, বিডি অটোকার্সের বিকাল ৪টায়, এইচআর টেক্সটাইলের বিকাল সাড়ে ৩টায়, ফার্মা এ্ইডসের বিকাল সাড়ে ৩টায়, জিবিবি পাওয়ারের বিকাল ৩টায়, খান ব্রাদার্সের বিকাল ৩টায়, ম্যাকসন্স স্পিনিংয়ের বিকাল ৩টায়, মেট্রো স্পিনিংয়ের বিকাল ৪টায়, অ্যাডভেন্ট ফার্মার বিকাল ৩টায়, জেনেক্স ইনফোসিসের বিকাল সাড়ে ৩টায়, ফারইস্ট নিটিংয়ের বিকাল সাড়ে ৪টায়, জাহিন স্পিনিংয়ের বিকাল ৩টায়, এস্কয়্যার নিট কম্পোজিটের বিকাল ৩টায়, জিলবাংলা সুগারের বিকাল ৪টায়, শ্যামপুর সুগারের বিকাল ৩.১৫টায়, রেনউইক যজ্ঞেশ্বরের বিকাল ২.৩৫টায়, বিডি সার্ভিসেসের সন্ধ্যা ৭টায়, ব্যাংক এশিয়ার বিকাল ৩টায় এবং বিএটিবিসির বোর্ড বিকাল ৬টায় অনুষ্ঠিত হবে। এসব প্রতিষ্ঠানের বোর্ড সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য তা প্রকাশ করা হবে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













