
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের লিবরা ইনফিউশন লিমিটেড অনিবার্য কারণবশত পরিচালনা পর্ষদ সভা স্থগিত করেছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, লিবরা ইনফিউশনের বোর্ড সভা ২৯ এপ্রিল, বিকেল ৪টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত এ সভা স্থগিত করা হয়েছে। উক্ত সভায় ৩১ মার্চ, ২০১৯ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে। তবে স্থগিতকৃত সভার নতুন তারিখ, সময় পরবর্তী নোটিসের মাধ্যমে জানানো হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
সান বিডি/এসকেএস