বিটিআরসির প্রধান হচ্ছেন শাহজাহান

প্রকাশ: ২০১৫-০৯-২৩ ১৭:৩৫:৫৩


btrcটেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রধান পদে ইকবাল মাহমুদ নয়, নিয়োগ পাচ্ছেন শাহজাহান মাহমুদ। গত মাসে এ পদে ইকবাল মাহমুদকে নিয়োগের আদেশ দেওয়া হয়। আদেশের এক মাসের মধ্যে তাতে পরিবর্তন আনল সরকার।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে প্রকৌশলী শাহজাহান মাহমুদকে বিটিআরসির পরবর্তী চেয়ারম্যান হিসেবে নিয়োগের কথা জানানো হয়েছে।

বাংলাদেশ টেলিকশিউনিকেশন্স রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) বর্তমান চেয়ারম্যান সুনীল কান্তি বোসের মেয়াদ আগামী অক্টোবর মাসে শেষ হচ্ছে।

তার উত্তরসূরি হিসেবে গত ২৫ অগাস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদের নাম ঘোষণা করা হয়।

তার ঘনিষ্ঠরা জানিয়েছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বের পাশাপাশি গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে থাকা ইকবাল মাহমুদ এতে যোগদানে অনাগ্রহী ছিলেন।

তবে ইকবাল মাহমুদ বলেন, সরকার যা আদেশ দেবে, তাই আমাদের পালন করতে হয়।

এর মধ্যেই বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় ইকবাল মাহমুদকে নিয়োগের আদেশ বাতিল করে। একই সঙ্গে শাহজাহান মাহমুদকে চেয়ারম্যান পদে নিয়োগের আদেশ জারি করে।