ত্রিদেশীয় সিরিজে শক্তিশালী স্কোয়াড ঘোষণা আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-৩০ ১১:৩৬:৫৮


বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের অর্ধেক ম্যাচের এবং ইংল্যান্ডের বিপক্ষে ৩ মে একমাত্র ওয়ানডে  জন্য দল ঘোষণা করেছে আয়ার‌্যান্ড।

১৪ সদস্যের দলকে যথারীতি নেতৃত্ব দেবেন উইলিয়াম পোর্টারফিল্ড। এই দুই সিরিজ দিয়েই আইরিশ দলে অভিষেক হতে যাচ্ছে দুই ক্রিকেটার লরকান টাকার ও জস লিটলের।

চোখের সমস্যার কারণে আফগানিস্তান সিরিজ মিস করা দীর্ঘদিনের উইকেটকিপার-ব্যাটসম্যান গ্যারি উইলসনও দলে ফিরেছেন।

আয়ারল্যান্ড স্কোয়াড :

উইলিয়াম পোর্টারফিল্ড, অ্যান্ড্রু বেলব্রিনে, জর্জ ডকরেল, জস লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রিন, ব্যারি ম্যাকার্থি, জেমস ম্যাককলাম, টিম মুর্তাগ, কেভিন ও’ব্রায়েন, বয়েড র‌্যানকিন, পল স্টার্লিং, স্টুয়ার্ট থমসন, লরকান টাকার ও গ্যারি উইলসন।