৩৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-৩০ ১৫:২৮:২৩


হাসপাতালগুলোতে চিকিৎসক নিয়োগের জন্য ৩৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলে সহকারী সার্জন পদে ৪৫৪২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ২৫০ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন বলেন, বিসিএসের ফল প্রকাশের বিষয়ে আলোচনার জন্য পিএসসিতে বিশেষ সভা ডাকা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী বেলা আড়াইটার দিকে ৩৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করা হয়েছে। বিকালের মধ্যে পিএসসির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে।

২০১৮ সালের ৩ আগস্ট ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর ৩২টি কেন্দ্রে এই বিশেষ বিসিএস পরীক্ষা হয়। এতে প্রায় ৩৭ হাজার ৫৮৩ চাকরিপ্রত্যাশী অংশ নেন।

২০১৮ সালের ৬ সেপ্টেম্বর প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। প্রিলিমিনারি পরীক্ষায় সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১৩ জন প্রার্থী পাস করেন।

এরপর গত ৭ মার্চ এই বিসিএসের মৌখিক পরীক্ষা নেওয়ার কার্যক্রম শেষ হয়।