পুঁজিবাজারের তালিকাভুক্ত মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকে বড় ধরণের বিনিয়োগ করবে বিদেশী প্রতিষ্ঠান নরফান্ড। বিনিয়োগের জন্য অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই বিনিয়োগের পরিমাণ হবে প্রায় ১৭৩ কোটি টাকার বেশি মূল্যে প্রতিষ্ঠানটির ১০ শতাংশ শেয়ার। আজ কমিশনের ৬৮৪তম সভায় এ সিদ্ধান্ত নিয়েছে।
বিএসইসি সূত্র মতে, বিদেশী এ ফান্ডটি এমটিবির ৬ কোটি ৩৭ লাখ ৭ হাজার ৮টি শেয়ার কিনতে চায়। ফান্ডটির জন্য নতুনভাবে ব্যাংকটি এ শেয়ার ইস্যু করবে।
ডিএসই সূত্র মতে, দ্য নরওয়েজিয়ান ইনভেস্টমেন্ট ফান্ড ফর ডেভেলপিং কান্ট্রিজ বা নরফান্ডের জন্য বিদ্যমান শেয়ারের বাইরে নতুন করে ৬ কোটি ৩৭ লাখ ৭ হাজার শেয়ার ইস্যু করবে এমটিবি। প্রিমিয়ামসহ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের দাম ২৭ টাকা ১৯ পয়সা হিসেবে উল্লিখিত শেয়ার কেনার জন্য নরফান্ডকে ১৭৩ কোটি ২৩ লাখ ৭৪ হাজার ৮১৮ টাকার সমপরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে। আলোচিত শেয়ার কেনার পর এমটিবির পরিচালনা পর্ষদে নরফান্ডের পক্ষ থেকে একজন পরিচালক অন্তর্ভুক্ত করা হবে।
নরফান্ডের কাছে শেয়ার বিক্রির সিদ্ধান্ত কার্যকর করতে এমটিবির সংঘস্মারকের কিছু ধারা পরিবর্তন করতে হবে। এজন্য যৌথ মূলধনি কোম্পানিগুলোর পরিদপ্তরের (আরজেএসসি) অনুমতি নেয়া হবে।