
বীমা করপোরেশন বিল-২০১৯ জাতীয় সংসদে পাশ করেছে সরকার। গত মঙ্গলবার বিলটি তুলে ধরেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পরে কন্ঠেভোটে বিলটি পাস করেন সংসদ সদস্যরা।
এ সময় বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী । এর আগে বিলের ওপর আনীত সংশোধনী, বাছাই কমিটিতে প্রেরণ ও জনমত যাচাইয়ের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। তবে কয়েকটি সংশোধনী গ্রহণ করা হয়। পরে সংসদে স্থিরিকৃত আকারে বিলটি পাস হয়।
বিলে বিধান রেখে বলা হয়েছে, জীবন বিমার জন্য অনুমোদিত মূলধন হবে তিনশ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হবে ত্রিশ কোটি টাকা। একইভাবে সাধারণ বীমার জন্য অনুমোদিত মূলধন হবে পাঁচশ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হবে ১২৫ কোটি টাকা। তবে সরকার গেজেট প্রজ্ঞাপন দ্বারা মূলধনের পরিমাণ পরিবর্তন করতে পারবে।
বিলে করপোরেশনের দায়সমূহের মূল্যমান নির্ধারণের পর উদ্বৃত্ত অর্থের ৯৫ শতাংশ বোর্ডের অনুমোদন সাপেক্ষে পলিসি গ্রাহকদের মধ্যে বণ্টন করা যাবে। বিলে সরকারি সম্পত্তি বিমাকরণ সম্পর্কে বলা হয়েছে, সরকারি সম্পত্তি বা সংশ্লিষ্ট ঝুঁকি বা দায় সম্পর্কিত সব নন লাইফ বিমা ব্যবসা একশ ভাগ সাধারণ বীমা করপোরেশনের নামে আন্ডার রাইট হবে।
তবে সাধারণ বীমা নিজের জন্য পঞ্চাশ ভাগ রেখে বাকি ৫০ ভাগ বেসরকারি নন-লাইফ বিমা কোম্পানির মধ্যে সমহারে বণ্টন করে দেয়ার বিধান রাখা হয়েছে। এ ছাড়া বিলে বিনা জামানতে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেয়ার বিধান রাখা হয়েছে।