১৩ কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে মঙ্গলবার

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৫-০১ ১৬:০৭:১৮


পুঁজিবাজারের তালিকাভুক্ত ১৩টি কোম্পানি ৩১ ডিসেম্বর,১৮ সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করেছে। এর মধ্যে ১২টি কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর,১৮ সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলোর মধ্যে নয়টি ব্যাংক এবং তিনটি বীমা কোম্পানি। কোম্পানিগুলো হলো-এনসিসি ব্যাংক,সাউথইস্ট ব্যাংক,মার্কেন্টাইল ব্যাংক, ইউসিবিএল,ন্যাশনাল ব্যাংক,রূপালী ব্যাংক, এসআইবিএল,আইসিবি ইসলামী ব্যাংক,ওয়ান ব্যাংক, ইসলামি ইন্স্যুরেন্স বাংলাদেশ,মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এবং পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।

এনসিসি ব্যাংক: এনসিসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস।  ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৭ পয়সা। এককভাবে হয়েছে ২ টাকা ৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০১৮ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ১৫ পয়সা।

আগামী ৩০ জুলাই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ মে।

সাউথইস্ট ব্যাংক:সাউথইস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ২.৩৫ টাকা। এককভাবে হয়েছে ২ টাকা ৩৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০১৮ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৬৬ পয়সা।

আগামী ২৩ জুন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ মে।

মার্কেন্টাইল ব্যাংক: মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস।

এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৫৯ টাকা। এককভাবে হয়েছে ৩ টাকা ৬৮ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৯১ পয়সা।

আগামী ২০ জুন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ মে।

ইউসিবিএল: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস।

এ সময়ে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫২ পয়সা এবং একক ভাবে ইপিএস হয়েছে ২ টাকা ৪০ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ২ টাকা ৫৮ পয়সা এবং একক ভাবে ২ টাকা ৩১ পয়সা।

সমাপ্ত বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৭ টাকা ৩ পয়সা এবং এককভাবে ২৬ টাকা ৫৬ পয়সা।

ন্যাশনাল ব্যাংক: ন্যাশনাল ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৫ পয়সা।আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৮১ পয়সা।

সমাপ্ত বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৭৭ পয়সা।কোম্পানির বার্ষিক সাধারন সভা আগামী ২০ আগষ্ট সকাল ১১ টায় রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৬ জুন নির্ধারন করেছে।

রূপালী ব্যাংক: রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস।

এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ১.০৯ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৫.৭৩ টাকা।

আগামী ১৭ জুন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ মে।

এসআইবিএল: সোস্যাল ইসলামী ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস। এ সময়ে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৭ পয়সা এবং একক ভাবে ইপিএস হয়েছে ১ টাকা ৯৫ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৮০ পয়সা এবং একক ভাবে ১ টাকা ৯৭ পয়সা।

সমাপ্ত বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ৪৪ পয়সা এবং এককভাবে ১৯ টাকা ৩৯ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারন সভা আগামী ২ জুলাই সকাল ১১ টায় রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২২ মে নির্ধারন করেছে।

আইসিবি ইসলামী ব্যাংক: আইসিবি ইসলামী ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭৩ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৬১ পয়সা। সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দায় হয়েছে ১৬ টাকা ৪৭ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ জুলাই সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ মে।

ওয়ান ব্যাংক: ওয়ান ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষনা করেছে। এর পুরোটাই বোনাস। এ সময়ে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৪ পয়সা এবং এককভাবে ১ টাকা ৮২ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানির সমন্বিত ইপিএস ছিল ৩ টাকা ৪২ পয়সা এবং এককভাবে ২ টাকা ৮৫ পয়সা। সমন্বিত শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৯৪ পয়সা এবং এককভাবে ১৮ টাকা ৭৮ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ১ আগষ্ট সকাল ১১ টায় রাজধানীর পুলিশ কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৬ জুন নির্ধারন করা হয়েছে।

ঢাকা ইন্স্যুরেন্স: ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষনা করেছে। এর পুরোটাই নগদ । এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৯ পয়সা, আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৮৮ পয়সা। সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৫ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারন সভা আগামী ২৭ জুন সকাল সাড়ে ১০ টায় কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৬ মে নির্ধারন করেছে।

ইসলামি ইন্স্যুরেন্স: ইসলামি ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষনা করেছে। এর পুরোটাই নগদ। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৯ পয়সা, আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৪৪ পয়সা। এসময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ১৭ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারন সভা আগামী ২৭ জুলাই সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হবে, স্থান পরে জানাবে প্রতিষ্ঠানটি। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৭ মে নির্ধারন করেছে।

মার্কেন্টাইল ইন্স্যুরেন্স: মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষনা করেছে। এর পুরোটাই নগদ । এসময়ে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১১ পয়সা। এ সময়ে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৯৩ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারন সভা আগামী ৩০ জুন সকাল ১০ টায় কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২২ মে নির্ধারন করেছে।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স: পূরবী জেনারেল ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস। এসময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৪২ পয়সা। সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৩ টাকা ৫ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ জুন।