হল্টেড ২ কোম্পানি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-০২ ১১:৩৫:২৯

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের ১৫ মিনিটের মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে লিগ্যাসি ফুটওয়্যার ও শাশা ডেনিমস লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানি দুইটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ বেলা ১০টা ৫০ মিনিট পর্যন্ত লিগ্যাসি ফুটওয়্যারের স্ক্রিনে ৭০ হাজার ১০৫টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১২৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ১১৩ টাকা ৬০ পয়সা।
অন্যদিকে শাশা ডেনিমসের স্ক্রিনে ১৬ লাখ ৯ হাজার ৭৮৮টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৩৮ টাকা ৯০ পয়সা।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












