
বিদায়ী সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৫৩৩ কোটি ৩৪ লাখ ২৯ হাজার ২১৫ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১৬৭ কোটি ৫ লাখ ৭২ হাজার ৮৪২ টাকা বা ১২.২৩ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৩৬৬ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ৩৭৩ টাকার।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৩৮৩ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার ৩০৩ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৩৪১ কোটি ৫৭ লাখ ১৪ হাজার ৯৩ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৪১ কোটি ৭৬ লাখ ৪৩ হাজার ২১০ টাকা ১২.২২ শতাংশ বেশি হয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৮৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বা ০.৮৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বা ০.৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২২৪ ও ১৮৭০ পয়েন্টে।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে ৩৫০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২২৪টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির শেয়ার ও ইউনিট দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে ৬৫ কোটি ৩৫ লাখ ১০ হাজার ২১০ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯৩ কোটি ৩১ লাখ ০২ হাজার ০৭৮ টাকার। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ২৭ কোটি ৯৫ লাখ ৯১ হাজার ৮৬৮ টাকা বা ৩০ শতাশ কমেছে।
বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বা ০.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৬০ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১৪ পয়েন্ট বা ০.৩ শতাংশ, সিএসই-৩০ সূচক ৪৫ পয়েন্ট বা ০.৩১ শতাংশ এবং সিএসআই ৭ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯ হাজার ৭৮৩, ১৪ হাজার ৩৫০ ও ১ হাজার ৬৭ পয়েন্টে। তবে সিএসই-৫০ সূচক ০.৪৫ পয়েন্ট বা ০.০৪ শতাংশ বেড়ে সপ্তাহ শেষে ১ হাজার ১৭৫ পয়েন্টে অবস্থান করছে।
বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ২৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাত বদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৯টির, দর কমেছে ৯১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২১টির।
সান বিডি/এসকেএস