
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২২ দশমিক ৭৬ শতাংশ।আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৩৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা কাট্টালি টেক্সটাইল লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১৭ দশমিক ৮৬ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৮ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার।
তালিকার তৃতীয় স্থানে থাকা অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১৪ দশমিক ৫২ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৫ কোটি ১৫ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ২০ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল ফিড মিল, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ, ইন্দো-বাংলা ফার্মা, লিগ্যাসি ফুটওয়্যার, আমরা নেটওয়ার্কস, অ্যাপেক্স ফুডস ও ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড লিমিটেড।
সান বিডি/এসকেএস