সাপ্তাহিক শেয়ার দরপতনের শীর্ষে অগ্রণী ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-০৪ ১২:৩৮:২০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দরপতনের শীর্ষে উঠে এসেছে অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ১৮ দশমিক ০৬ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির ৩ কোটি ৯৯ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাটা সু কোম্পানি লিমিটেড। এ কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৬.৭৩ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির ৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর কমেছে ১৫ দশমিক ১৪ শতাংশ। গড়ে প্রতিদিন প্রায় ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে মোট ২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক লিমিটেড, সাভার রিফ্যাক্ট্ররিজ, এসিআই, বার্জার পেইন্টস, বাংলাদেশ ল্যাম্পস, রূপালী ব্যাংক ও সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












