‘I am not Malala’: বই লিখলেন পাকিস্তানি শিক্ষকরা

আপডেট: ২০১৫-১১-১৩ ২০:৪৪:৫৫


malala1-655x360মালালার বিরুদ্ধে বারবার আক্রমণাত্মক হয়ে উঠেছে পাকিস্তান। মালালা-বিরোধী দিবসও পালিত হয়েছে। এবার মালালার লেখা বইকে কটাক্ষ করে পাকিস্তানে প্রকাশিত হল ‘I am not Malala, I am a Muslim, I am a Pakistani’. ন্যাশনাল প্রেস ক্লাবে প্রকাশিত হল সেই বই।

এই বইতে লেখা হয়েছে সেইসব পাকিস্তানি ছেলেমেয়েদের কথা , যারা পাকিস্তানি ও মুসলিম হওয়ায় গর্ব বোধ করে। মালালার মত নয় যিনি পাকিস্তানে কোনও আশার আলো দেখতে পান না। অল পাকিস্তান প্রাইভেট স্কুল ফেডারেশন (APPSF)-এর প্রেসিডেন্ট মির্জা কাশিফ আলি এই বইটি লিখেছেন। মুসলিম-বিরোধী সব প্রচার মিথ্যা প্রমাণ করতে এবং আসল সত্যকে সামনে আনতেই এই বই লিখেছেন বলে জানিয়েছেন তিনি।

এই শিক্ষকদের অ্যাসোসিয়েশন আদালতেও যাবে। ‘I Am Malala’ বইটি নিষিদ্ধ করার জন্য যাবেন তাঁরা। মালালাকে পাশ্চাত্য ও  আরএসএস-এর চর বলে সম্বোধন করা হয়েছে। কাশিফ বলেন, যারা আল-কায়েদা, আইএসআইএস তৈরি করেছে। তারাই তৈরি করেছে মালালাকে। নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের বাবা জিয়াউদ্দিন ইউসুফজাইকে ডবল এজেন্ট বলেও বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে বিদ্যুৎ চোরও। সলমন রুশদিকে সমর্থন করার জন্যও তাঁর বিরুদ্ধে সুর চড়ানো হয়েছে।