সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-০৫ ১৫:৩৩:৩২


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০৮ পয়েন্ট বেড়েছে।  লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে।

গত মাসের ৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এই ১৫ কার্যদিবসের সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ১৬৯.৩৮ পয়েন্টের পতন হয়েছে। কিন্তু চলতি মাসের মাত্র দুই কার্যদিবসেই সেই পতন উত্থানে রূপ নিয়েছে। গত কার্যদিবসের ৮৮.৯০ পয়েন্ট এবং আজকে ১০৮.১৫ পয়েন্টসহ এই দুই কার্যদিবসে সূচক বেড়েছে ১৯২ পয়েন্ট। অর্থাৎ ১৫ দিনে পুঁজিবাজারে যে পতন হয়েছে তা দু’কার্যদিবসেই পুষিয়ে গেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৪০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯০১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯২টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৫৩৫ কোটি ৯৫ লাখ ৯৩ হাজার টাকা।

অপরদিকে,  দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ২০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৯৯২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৫৯টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৭টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৮ কোটি ১৭ লাখ ৮৯ হাজার টাকা।

সান বিডি/এসকেএস