
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফ্যামিলিটেক্স বিডি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দর ছিল ৪ টাকায়। রোববার কোম্পানিটির শেয়ার দর বেড়েছে দাঁড়ায় ৪.৪০ টাকায়। অর্থাৎ ফ্যামিলিটেক্সের শেয়ার দর আজ ০.৪০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কাশেস ইন্ডাস্ট্রিজের ৯.৯৩ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৯.৯২ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৯.৯০ শতাংশ, ইন্স্যুরেন্সের ৯.৮৬ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৯.৮০ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৯.৭৫ শতাংশ, জাহিনটেক্সের ৯.৭৫ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৯.৭৩ শতাংশ এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৯.৫২ শতাংশ বেড়েছে।
সান বিডি/এসকেএস