শেয়ার দরপতনের শীর্ষে তুং হাই নিটিং

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-০৬ ১৭:০২:৫২


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দরপতনের শীর্ষে উঠে এসেছে তুং হাই নিটিং।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮৯ শতাংশ বা ৪০ পয়সা কমেছে। শেয়ারটি সর্বশেষ ৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭৬ বারে ২ লাখ ১৫ হাজার ৮২৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ লাখ ৩৯ হাজার টাকা।

দ্বিতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ শতাংশ বা ৭০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৭৩ বারে ২৫ হাজার ৭৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ লাখ ১৪ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ঢাকা ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭১ শতাংশ বা ৮০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৩৬১ বারে ২০ লাখ ৭৫ হাজার ৯০২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৭৫ লাখ ২৯ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানি হলো- ফেডারেল ইন্স্যুরেন্স, জেনারেশন নেক্সট, সোনালী আশঁ, ইউনাইটেড ইন্স্যুরেন্স, প্যাসিফিক ডেনিমস, মালেক স্পিনিং ও পিপলস ইন্স্যুরেন্স।

সান বিডি/এসকেএস