শেয়ার দর বৃদ্ধির শীর্ষে এস.এস স্টিল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-০৬ ১৭:৪০:৪৩

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস.এস স্টিল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯.৭৯ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৩৬২ বারে ২৩ লাখ ৪ হাজার ২৩১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৯৭ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল ফিড মিল লিমিটেডের দর বেড়েছে ১ টাকা বা ৯.৪৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ১৮ বারে ২৫ লাখ ৩৮ হাজার শেয়ার লেনদেন করে।
এই তালিকায় তৃতীয় স্থানে থাকা এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেডের দর বেড়েছে ৩ টাকা ৬০ পয়সা বা ৭.৯৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
কোম্পানিটি ৪ হাজার ৯৯৮ বারে ৩৬ লাখ ৬৭ হাজার ৩৪৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ কোটি ৩১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেনেক্স ইনফোসিস, কে অ্যান্ড কিউ, নিটল ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার, ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ও ফরচুন সুজ লিমিটেড।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












