কাস্টডিয়াল চুক্তি করেছে সি ডাব্লিউ টি এএমসি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-০৭ ১৭:৪৭:০৫
পুঁজিবাজারে ফান্ড নিয়ে আসার জন্য কাস্টডিয়াল চুক্তি সই করেছে দেশের অন্যতম অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সি ডাব্লিউ টি। প্রতিষ্ঠানটির ফান্ডের নাম দেওয়া হয়েছে সি ডাব্লিউ টি ইমারজিং বাংলাদেশ ফার্ষ্ট গ্রোথ ফান্ড”।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এই ফান্ডটির কাস্টডিয়াল হবে দেশের অন্যতম প্রতিষ্ঠান ব্রাক ব্যাংক লিমিটেডে। সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে এই চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী সি ডাব্লিউ টি অ্যাসেট ম্যানেজমেন্টকে এ মিউচুয়াল ফান্ড সংক্রান্ত সব ধরণের কাস্টডিয়ান সেবাস দিবে ব্র্যাক ব্যাংক।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রিফাত উল্লাহ খান এবং সি ডাব্লিউ টি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক ইব্রাহিম।
সূত্র মতে, ফান্ডটির উদ্যোক্তা সি ডাব্লিউ টি অ্যাসেট ম্যানেজমেন্ট নিজেই। প্রাথমিকভাবে ফান্ডের আকার হবেে ১০ কোটি টাকা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের কাস্টডিয়াল সেবার প্রধান ফাহিম ইশতিয়াক হোসেন ও সি ডাব্লিউ টি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনিজা চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।