শেয়ার দরপতনের শীর্ষে সেন্ট্রাল ফার্মা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-০৮ ১৫:৩১:৫২


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দরপতনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৯ শতাংশ বা ১ টাকা ৩০ পয়সা কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শেয়ারটি সর্বশেষ ১৩ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ১৫৮ বারে ২৭ লাখ ২৬ হাজার ৫১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৯ লাখ ৮৪ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ বা ৭০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২৩ বারে ২৯ হাজার ৪৫০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ ৯০ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ২১ শতাংশ বা ২০ টাকা ৮০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৩২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৫ হাজার ৯৮২ বারে ৯ লাখ ৯৯ হাজার ৮৭৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৪ কোটি ৯৪ লাখ ৭ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানি হলো- সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, কাশেম ইনডাস্ট্রিজ ও আরামিট সিমেন্ট।

সান বিডি/এসকেএস