এজিএমের ভেন্যু জানিয়েছে ইসলামী ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-০৯ ১০:৪১:২৩

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইসলামী ইন্স্যুরেন্স ১৯তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে , কোম্পানিটির এজিএম আগামী ২৭ জুলাই সকাল সাড়ে ১০টায় মাল্টিপারপাস হল, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি), ১৬০/এ, কাকরাইলে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৯ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ৪৪ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ১৭ পয়সা।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













