২ কোম্পানির লভ্যাংশ প্রেরণ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-০৯ ১৬:৫২:০৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস ও ম্যারিকো বাংলাদেশ লিমিটেড সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আরএকে সিরামিকস লভ্যাংশের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে জমা করেছে। আর নগদ লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

অন্যদিকে ম্যারিকো তৃতীয় অর্ন্তবর্তীকালীন লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত হিসাব বছরে আরএকে সিরামিকস ২০ শতাংশ  লভ্যাংশ দিয়েছে। আর ম্যারিকো ২০০ শতাংশ অর্ন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছে।

সান বিডি/এসকেএস