এশিয়া প্যাসিফিকের মুনাফা উল্ফনের নৈপথ্যে
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৫-১০ ১৭:১৭:৩১

পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ সময়ে কোম্পানিটির মুনাফায় বড় ধরণের উল্ফন হয়েছে। এর নৈপথ্যে রয়েছে পুঁজিবাজারের মুনাফা এবং কোম্পানির আন্ডার রাইটিং। তবে এতে পুঁজিবাজারের প্রভাবই বেশি।
ডিএসই সূত্রে জানা গেছে, প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’১৯) সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮১ পয়সা। গত বছরের (জানুয়ারি-মার্চ’১৮) একই সময়ে এর পরিমাণ ছিলো ৪৫ পয়সা। এ হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৩৬ পয়সা বা ৮০ শতাংশ।
(জানুয়ারি-মার্চ’১৭) সময়ে ইপিএস ছিলো ২৯ পয়সা এবং (জানুয়ারি-মার্চ’১৬) সময়ে ইপিএস ছিলো ৪৩ পয়সা।
কোম্পানি সূত্র মতে, (জানুয়ারি-মার্চ’১৯) সময়ে পুঁজিবাজার থেকে কোম্পানিটি আয় করেছে ১ কোটি ৫৩ লাখ টাকা। গত বছর এর পরিমাণ ছিলো মাত্র ১২ লাখ টাকা।
এ বিষয়ে কোম্পানি সচিব শরিফুল ইসলাম চৌধুরী সান বিডিকে বলেন, সর্বশেষ প্রান্তিকে এশিয়া প্যাসিফিকের মুনাফায় ভূমিকা রেখেছে দুটি খাত। এর একটি হলো পুঁজিবাজারের বিনিয়োগ। অন্যটি হলো কোম্পানির অন্যতম ব্যবসা আন্ডার রাইটিং।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এ বছর জানুয়ারি মাসে পুঁজিবাজার আগের তুলনায় কিছুটা ভালো ছিলো। পুঁজিবাজারে বিনিয়োগের জন্য আমাদের একটি শক্তিশালী টিম আছে; যারা বিভিন্ন বিষয় দেখে বাজারে বিনিয়োগ করে। এই বিনিয়োগের ইতিবাচক প্রভাব পড়েছে; সর্বশেষ প্রান্তিকে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













