সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফরচুন সুজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-১১ ১৪:০৮:১২


বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৪ দশমিক ০৫ শতাংশ দর বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৩ কোটি ৪৬ লাখ ৯১ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩২ কোটি ৯৮ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২৮ লাখ ৭ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৮ কোটি ২৮ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৩৮ লাখ ২৭ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৬ কোটি ৮৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ, ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস, ন্যাশনাল টিউবস, ন্যাশনাল পলিমার, জেনেক্স ইনফোসিস ও লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।

সান বিডি/এসকেএস