
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামিক ফিন্যান্সের পরিচালনা পর্ষদ ৩০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইসলামিক ফিন্যান্স আইএফআইএল মুদরাবা নন-কনভার্টেবল সম্পূর্ণ অবসায়নযোগ্য সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। কোম্পানিটি তহবিল বাড়ানোর জন্য এই বন্ড ইস্যু করবে। বাংলাদেশ ব্যাংক এবং বিএসইসির অনুমোদন সাপেক্ষে এই বন্ড ইস্যু করা যাবে।
প্রসঙ্গত, প্রথম প্রান্তিকে ইসলামিক ফিন্যান্সের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩১ পয়সা।
৩১ মার্চ,১৯ শেষে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫ টাকা ২ পয়সা।
সান বিডি/এসকেএস